CareerBangla.net কি করে?
(careerbangla.net) এটি একটি বাংলা ভাষার ওয়েবসাইট। বাংলাদেশ সরকার প্রতিবছর সরকারের কার্যকলাপ পরিচালনার জন্য অনেক কর্মী নিয়োগ করে থাকে, সেই কর্মী নিয়োগের জন্য বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সময়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকে। চাকরির পার্থীদের সব সময় বিভিন্ন সরকারি ওয়েবসাইটের নোটিশ জানা সম্ভব হয় না ,জানলেও অনেক সময় ব্যায় করতে হয়। বাংলাদেশ সরকারি চাকরির প্রার্থী সুবিধার্থে কর্মসূত্র.com.bd দেশের সমস্ত সরকারি চাকরির খবর দিয়ে থাকে যাতে তারা সহজেই একই ওয়েবসাইটে দেশের বিভিন্ন সরকারের ( বিশেষতঃ বাংলাদেশ সরকার ) নোটিশের ব্যাপারে জানতে পারে। আমরা দেশের বিভিন্ন সরকারের চাকরির অফিসিয়াল নোটিশের খোঁজ রাখি এবং তা সহজ বাংলা ভাষায় আমাদের ওয়েবসাইটে জানিয়ে থাকি।
চাকরির খবর ছাড়াও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি।
CareerBangla.net এর উদ্দেশ্য
সরকারি চাকরির পার্থী, যারা চাকরির সন্ধানে আছে এবং সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাহায্য করা এবং সময় বাঁচানো আমাদের মূল উদ্দেশ্য, যাতে পার্থীরা সম্পূর্ণ ভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে পারে। আমাদের এই উদ্দেশ্যের সম্পূর্ণ করার জন্যে কি কি বিষয় পার্থীদের সাহায্য করে থাকি তা বলা হলো।
যেমন – চাকরির প্রচার, চাকরির অবস্থান, শূন্যপদ, শেষ তারিখ, অনলাইন ফর্ম, অ্যাডমিট কার্ড, ফলাফল ইত্যাদি।
চাকরি খবর – বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির খবর দিয়ে থাকি।