(Bangladesh Ansar VDP Job Circular 2022) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৯ ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪তম থেকে ১৮তম গ্রেডের এসব পদে মোট ৩৫৬ জন নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশ আনসার জব সার্কুলার ২০২২-এর আলোকে।
Bangladesh Ansar VDP Job Circular 2022
বাংলাদেশ আনসার হল একটি আধাসামরিক সহায়ক বাহিনী যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন প্রয়োগের জন্য দায়ী। এটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। এটি বিশ্বের বৃহত্তম একক আধাসামরিক বাহিনী।
প্রতিষ্ঠানের নাম | Bangladesh Ansar VDP |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির ধরণ | ফুল টাইম |
চাকরির স্থান | ঢাকা |
পোষ্ট | সার্কুলার পিডিফ এ দেখুন |
মোট শূন্যপদ | সার্কুলার পিডিফ এ দেখুন |
আবেদনের মাধ্যম | অনলাইন |

আরোও পড়ুন
Ansar VDP Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
৩৫৬ জনের মধ্যে সবচেয়ে বেশি ২৬৯ জন নেওয়া হবে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা। থানা বা উপজেলা প্রশিক্ষক পদে নেওয়া হবে ৬৩ জন, স্টাফ ফটোগ্রাফার ১, ড্রাফটসম্যান ১, ভেহিকেল মেকানিক পদে ১, সারেং/লঞ্চ ড্রাইভার ২, নার্সিং সহকারী ১৭, কম্পাউডার ১ ও প্লাম্বার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
স্টাফ ফটোগ্রাফার পদে আবেদনের জন্য এইচএসসি পাসসহ আলোকচিত্র বিদ্যায় ডিপ্লোমা এবং চিত্রগ্রাহক হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাফটসম্যান পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাসসহ ড্রাফটসম্যানশিপ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা এবং থানা বা উপজেলা প্রশিক্ষক পদে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে।
নার্সিং সহকারী ও কম্পাউন্ডার পদে আবেদনের জন্য এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ভেহিকেল মেকানিক, সারেং/লঞ্চ ড্রাইভার ও প্লাম্বার পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে।
মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি পটুয়াখালী জেলার প্রার্থীরা কোনো পদে আবেদন করতে পারবেন না। তবে এতিম/শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি 2022
Ansar VDP Job Age Limit (বয়সসীমা)
আবেদনের বয়স
প্রার্থীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরির বয়সে ছাড় দেওয়ায় ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র দেখাতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে শিক্ষাগত যোগ্যতার মূল ও সাময়িক সনদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দেওয়া নাগরিকত্বের সনদ, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের মূল/সাময়িক সনদ, এতিম/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোটার প্রমাণপত্র, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হলে সংশ্লিষ্ট প্রশিক্ষণ সনদ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষের সনদ এবং জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি মৌখিক/ব্যবহারিক/স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটাপদ্ধতি এবং পরবর্তী সময় এ–সংক্রান্ত কোনো সংশোধন হলে, তা অনুসরণ করা হবে। নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থীর আবেদনে দেওয়া কোনো তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা অসম্পূর্ণ তথ্য দাখিল করলে তার আবেদনপত্র বাতিল করা হবে। অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাই করার সময় ভুল প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
How to Apply Ansar VDP Job (আবেদন পদ্ধতি)
প্রার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অথবা যেকোনো অনলাইন-সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (www.ansarvdp.gov.bd) ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে।
কিভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করবেন চলুন ধাপে ধাপে জেনে নেই। উল্লেখ্য, আবেদনের প্রতিটি ধাপে কিছু সতর্কতামূলক তথ্য দেওয়া হবে। সকল তথ্য পড়ে পরবর্তী ধাপে অগ্রসর হবেন।
১. প্রথমে এই ansarvdp.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।
২. “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” অপশন-এ ক্লিক করুন।
৩. “সাধারণ আনসার” অপশন-এ ক্লিক করুন।
৪. “আবেদন করুন” অপশন-এ ক্লিক করুন।
৫. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করুন।
উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে প্রার্থী একটি রেফারেন্স আইডি (Referrence ID) পাবেন। এই রেফারেন্স আইডি এবং অনলাইনে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখুন।
Ansar VDP Job Application Fees (আবেদন মূল্য) আবেদনের পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যেকোনো অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত লিংকটি সক্রিয় থাকবে। প্লাম্বার পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং বাকি পদগুলোর জন্য ২০০ টাকা মোবাইল ব্যাংকিং ‘নগদ’–এর মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে কোনো সমস্যা হলে এই নম্বরে (০৯৬৪৩২০৭০০৪) যোগাযোগ করা যাবে।
যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের সময় যে সব কাগজপত্র সঙ্গে নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।
- শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র;
- জাতীয় পরিচয় পত্রের মূল কপি;
- নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;
- অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র;
- প্রার্থী অবিবাহিত মর্মে সনদপত্র;
- Online রেজিস্ট্রেশন ডকুমেন্টের মূল কপি;
- উপরে উল্লিখিত সকল ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি;
- ০৬ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি।
এসব কাগজপত্র কার মাধ্যমে সত্যায়িত করবেন তা বিস্তারিত ভাবে দেখুন উপরে দেওয়া বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 থেকে।
অন্যান্য তথ্য
প্রতিটি সরকারী চাকরির ক্ষেত্রেই কিছু না কিছু সুবিধা থাকে। যেমনঃ বেতন, ভাতা, রেশন ইত্যাদি। একিভাবে আনসার ব্যাটালিয়ন চাকরি ক্ষেত্রেও বেতন, ভাতা বা রেশনের মত অন্যান্য কিছু সুযোগ-সুবিধা রয়েছে। এসব সুযোগ-সুবিধা সংক্রান্ত বিস্তারিত এবং নির্ভুল তথ্য জানতে সকল আগ্রহী প্রার্থীকে উপরে দেওয়া সাধারন আনসার নিয়োগ ২০২২ দেখতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
হেল্পলাইন/যোগাযোগ
আবেদনপত্র দাখিল বা ফি পরিশোধ সংক্রান্ত যে কোন সমস্যার জন্য নিম্নবর্ণিত নম্বরে কল করতে পারেন।
নম্বর #১: 01840197207
নম্বর #২: 01534726535
অফিসিয়াল ওয়েবসাইট: www.ansarvdp.gov.bd
Ansar VDP Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ১৫.১০.২০২২ |
আবেদন শুরু | ১৫.১০.২০২২ |
আবেদন শেষ | ১০.১১.২০২২ |
Ansar VDP Job Apply Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিজ্ঞপ্তির পিডিএফ | ডাউনলোড করুন |
এপ্লাই করতে এখানে | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
বাংলাদেশ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আরোও পড়ুন
- বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি নিয়োগ ২০২২
- জনতা ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির নিয়োগ ২০২২
- কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
অতঃপর বাংলাদেশ আনসার জব সার্কুলার ২০২২, সম্পুর্ন আর্টিকেল টি আপনার ভালো লেগে থাকলে কমেন্টে এ আপনার প্রশ্ন ও মতামত জানাতে পারেন। এবং আপনার পরিচিত কারো চাকরির প্রয়োজন হলে তাদের কাছে এই পোস্টটি শেয়ার করে দিবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পন্ন পোস্টটি পড়ার জন্য। আপনি চাইলে নিচে দেয়া চাকরির পোস্টগুলো লিংক আছে দেখতে পারেন।
বাংলাদেশ আনসার নিয়োগ ২০২২
আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান। তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ