(Bangladesh Police Constable Salary) বাংলাদেশ পুলিশের সর্বনিম্ন পদবী হল কনস্টেবল। কনস্টেবল এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতায় ১৭ তম গ্রেডে ৩য় শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত। ৬ মাস মৌলিক প্রশিক্ষণ শেষে চাকুরীতে যোগদানের পর নিম্নলিখিত বেতন ভাতাদি পেয়ে থাকেন
Bangladesh Police Constable Salary
বিষয় তালিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ পুলিশ একটি আইন প্রয়োগকারী সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এটি বাংলাদেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১. মূলবেতন-৯০০০/— টাকা।
২. চিকিৎসা ভাতা-১৫০০/— টাকা
৩. ঝুঁকি ভাতা-১৫০০/—টাকা
৪. বাসা ভাড়া : অবিবাহিত হলে মূল বেতনের ২০%, বিবাহিত হলে মূল বেতনের ৪০% এবং বিবাহিতরা স্বপরিবারে কর্মস্থলে থাকলে ৪৫-৬৫% পর্যন্ত হারে এলাকা ভিত্তিক বাসাভাড়া পেয়ে থাকেন।
৫. অস্ত্রভাতা-১০০ টাকা।
৬. ধোলাই ভাতা ও চুলকাটা-৩০০ টাকা।
৭. টিফিন ভাতা-২০০ টাকা।
একজন কনস্টেবল চাকুরীতে যোগদানের পর প্রাথমিক ভাবে সাধারণত ১৪,৪০০/— টাকার মত বেতন পেয়ে থাকেন।
পদোন্নতি : একজন কনস্টেবলের চাকুরির বয়স ০৩ বছর পূর্ণ হলে এবং চাকুরী কনফার্ম হলে নায়েক পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়। আর চাকুরির বয়স ৬ বছর পূর্ণ হলে এএসআই হিসেবে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হয়। পদোন্নতির পদ্ধতি :
কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস বই, প্যারেড, মাঠ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জনবলের বিপরীতে পদোন্নতি লাভ করে থাকেন। আর এএসআই পদের জন্য প্রিলিমিনারি হিসেবে প্রথমে আইন বিষয়ক ৫০ নাম্বারের নৈর্ব্যক্তিক পরীক্ষায় পাস করার পর পুস্তকসহ ও পুস্তক ব্যতীত লিখিত আইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এরপর প্যারেড পরীক্ষা ও ভাইভা অনুষ্ঠিত হয়৷ এভাবে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট জনবলের বিপরীতে পদোন্নতি পেয়ে থাকে। একজন কনস্টেবল পদোন্নতি পেয়ে এসপি পর্যন্ত হতে পারেন।
Police Constable Salary 2022
প্রতিষ্ঠানের নাম | Bangladesh Police |
Official Website | Click Here |
বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর বেতন ২০২২
আরোও পড়ুন
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২২
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২২
বাংলাদেশ পুলিশ এসআই নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২
বাংলাদেশ পুলিশ এসআই পরীক্ষার ফলাফল ২০২২
ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২
প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন?
উত্তরঃ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম