(BGB Job Circular 2022) বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন আপনিও। বিজিবির ৯৯তম ব্যাচে ‘সিপাহি (জিডি)’ পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেই বর্ডার গার্ড বাংলাদেশ জব সার্কুলার ২০২২-এর আলোকে।
BGB Job Circular 2022
বর্ডার গার্ডস বাংলাদেশ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য দায়ী একটি আধাসামরিক বাহিনী। বাহিনীটি “দ্য ভিজিল্যান্ট সেন্টিনেল অফ দ্য ন্যাশনাল ফ্রন্টিয়ার” নামে পরিচিত। বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষার দায়িত্ব বিজিবিকে দেওয়া হয়েছে। এটি আগে বাংলাদেশ রাইফেলস নামে পরিচিত ছিল।
Border Guard Bangladesh Job Circular 2022

সংক্ষেপে বিজিবি (BGB) নামে পরিচিত বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh)। বিজিবি আগে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নামে পরিচিত ছিলো। এটি একটি আধা সামরিক বাহিনী।
এই বাহিনী বাংলাদেশের সীমান্ত প্রহরী হিসেবে দায়িত্বরত আছে। বর্তমানে প্রায় ৭০ হাজার সামরিক এবং বেসামরিক লোক এই বাহিনীতে কর্মরত আছেন।
আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় ধরণের প্রার্থীগণ। চলুন তাহলে বিজিবি সিভিল নিয়োগ সার্কুলার ২০২২ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই।
প্রতিষ্ঠানের নাম | Border Guard Bangladesh (BGB) |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির ধরণ | ফুল টাইম |
চাকরির স্থান | বাংলাদেশ |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | জন |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
আরোও পড়ুন
BGB Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
পদের নাম: সিপাহি (জিডি)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমানে জিপিএ ২.৫০
শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য ৪৭.১৭৩ কেজি। বুকের মাপ সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারীদের জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, বাসস্থানসহ অন্যান্য সুবিধা রয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পাসের প্রশংসাপত্র (যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে), অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড-সংবলিত ল্যাবে প্রিন্ট করা ১০ কপি পাসপোর্ট সাইজের ছবি ও এক কপি সত্যায়িত ছবি (ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত), ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সত্যায়িত কপিসহ সঙ্গে নিয়ে যেতে হবে।
বিঃদ্রঃ অবশ্যই আবেদন করার পূর্বে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 একবার পড়ে নিবেন।
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
BGB Job Age Limit (বয়সসীমা)
২০২২ সালের ১১ নভেম্বর তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছর
How to Apply BGB Job Online (আবেদন পদ্ধতি)
আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। এরপর প্রার্থী পিন নম্বরসংবলিত একটি এসএমএস পাবেন। পিন নম্বরটি পাওয়ার পর প্রার্থীকে তাঁর পিন নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি তথ্যাদি দিয়ে ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস করতে হবে।
এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১৫০ টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ পাঠানোর আগে টেলিটকের প্রিপেইড মোবাইলের ব্যালেন্স এসএমএস পাঠানোর চার্জসহ কমপক্ষে ১৬০ টাকা থাকতে হবে। এরপর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি নিশ্চিতকরণ এসএমএস প্রার্থীর টেলিটক ও নিজস্ব মোবাইলে পাঠানো হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির তারিখ ও স্থান জানানো হবে।
আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করার নিয়মাবলিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
বিজিবি তে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে এসএমএস (SMS) এর মাধ্যমে। অবশ্যই এসএমএস করতে হবে টেলিটক প্রিপেইড সিম থেকে। চলুন তাহলে আবেদন করার নিয়ম দেখি।
ক) সুকানী পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিচের মত করে টাইপ করে Send করুন 16222 নম্বরে।
BGB <স্পেস> Trade Code <স্পেস> SSC Board Code <স্পেস> SSC Roll <স্পেস> SSC Passing Year <স্পেস> Home District Code <স্পেস> Upazilla Name <স্পেস> Freedom Fighter Code (কোটা থাকলে ‘M’, না থাকলে ‘N’)
উদাহারণঃ BGB 65 DHA 654321 2020 40 MIRPUR N
খ) সুকানী পদ ব্যতীত অন্যান্য পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিচের মত করে টাইপ করে Send করুন 16222 নম্বরে।
BGB <স্পেস> Trade Code*Candidates Name*Father’s Name*Mother’s Name*District Code*Upazilla Name*Date of Birth*Freedom Fighter Code (কোটা থাকলে ‘M’, না থাকলে ‘N’)
উদাহারণঃ BGB 66 MD MASUD RANA*MD SHAMIM ISLAM*MST FATEMA BEGUM*08*POLASHBARI*20/06*94*N
গ) উল্লিখিত পদ্ধতিতে SMS সেন্ড করলে ফিরতি মাসেজ আপনাকে একটি PIN নম্বর দেওয়া হবে। PIN নম্বরটি ব্যবহার করে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আরেকটি SMS পাঠাতে হবে। এই SMS টির মাধ্যমে আবেদন ফি ১৫০/- টাকা কাটা হবে এবং আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে।
BGB <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> Contact Mobile Number
উদাহারণঃ BGB YES 987654 01xxxxxxxxx
BGB Application Fees (আবেদন মূল্য) টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১৬০ টাকা পাঠাতে হবে।
BGB Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৭.৫.২০২২ |
আবেদন শুরু | ২৭.৫.২০২২ |
আবেদন শেষ | ৪ জুন ২০২২ রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। |
BGB Apply Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিজ্ঞপ্তির পিডিএফ | ডাউনলোড করুন |
এপ্লাই করতে এখানে | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
অতঃপর বর্ডার গার্ড বাংলাদেশ জব সার্কুলার ২০২২, সম্পুর্ন আর্টিকেল টি আপনার ভালো লেগে থাকলে কমেন্টে এ আপনার প্রশ্ন ও মতামত জানাতে পারেন। এবং আপনার পরিচিত কারো চাকরির প্রয়োজন হলে তাদের কাছে এই পোস্টটি শেয়ার করে দিবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পন্ন পোস্টটি পড়ার জন্য। আপনি চাইলে নিচে দেয়া চাকরির পোস্টগুলো লিংক আছে দেখতে পারেন।
আরোও পড়ুন
- বিবিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- এন আর বি সি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- আল আরাফাহ ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২২
আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান। তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ