|

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি পরীক্ষার তারিখ ২০২২ | BGFCL Exam Date 2022

(BGFCL Exam Date 2022) পেট্রোবাংলার প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) একাধিক পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে।

BGFCL Exam Date 2022

সম্প্রতি বিজিএফসিএল গণমাধ্যম ও পেট্রোবাংলার ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের মৌখিক পরীক্ষা পদভেদে আগামী ৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজিএফসিএলের ঢাকা লিয়াজোঁ অফিস, পেট্রোসেন্টার (১৫ তলা), ৩ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫–এর মিটিং রুমে এ পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ৮, ৯ ও ১০ মার্চ বেলা ২টায় এবং ১১ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ১২ মার্চ সকাল ১০টায় সহকারী কর্মকর্তা (অর্থ ও হিসাব এবং বেলা ২টায় সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) পদের মৌখিক পরীক্ষা; সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ১৫, ১৬ ও ২২ মার্চ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। মেডিকেল অফিসার পদের মৌখিক পরীক্ষা ২৩ ও ২৪ মার্চ বেলা ২টায়; সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) পদের মৌখিক পরীক্ষা ২৫ মার্চ সকাল ১০টায়; সহকারী ব্যবস্থাপক (সিভিল) পদের মৌখিক পরীক্ষা ২৮ মার্চ বেলা ২টায়; সহকারী ব্যবস্থাপক (ইনফরমেশন টেকনোলজি) ও সহকারী ব্যবস্থাপক (টেলিকম) পদের মৌখিক পরীক্ষা ২৯ মার্চ বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

Bangladesh Gas Fields Company Limited Exam Date 2022

সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম) পদের মৌখিক পরীক্ষা ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল বেলা ২টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১ এপ্রিল বেলা ২টা থেকে সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী কর্মকর্তা, (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব), সহকারী কারিগরি কর্মকর্তা (মেকানিক্যাল), সহকারী কারিগরি কর্মকর্তা (ইলেকট্রিক্যাল), সহকারী কারিগরি কর্মকর্তা (সিভিল), সহকারী কারিগরি কর্মকর্তা (পাওয়ার) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্টস কপি, সদ্য তোলা দুই কপি সত্যায়িত ছবি ও সব সনদের এক সেট সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ যাচাইসংক্রান্ত ফরম পূরণ করে মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীকে টেলিটকের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও মৌখিক পরীক্ষার সূচি এই লিংক থেকে জানা যাবে।

BGFCL Exam Notice 2022

তারিখ
সময়
প্রতিষ্ঠানের নামBangladesh Gas Fields Company Limited
Official WebsiteClick Here

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি পরীক্ষার তারিখ ২০২২

আরোও পড়ুন

তিতাস গ্যাস পরীক্ষার তারিখ ২০২২

জনতা ব্যাংক পরীক্ষার তারিখ ২০২২

সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার তারিখ ২০২২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরীক্ষার তারিখ ২০২২

প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?

উত্তরঃ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম

Rate this post

Similar Posts