বাংলাদেশ রাবার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BRB Job Circular 2022

(BRB Job Circular 2022) বাংলাদেশ রাবার বোর্ডে (বিআরবি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ীভাবে রাজস্ব খাতের ১৫টি পদে মোট ১৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে।

BRB Job Circular 2022

আমরা আপনাকে জানাতে পেরে খুব খুশি যে, সম্প্রতি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির বিজ্ঞপ্তিটি হলো: বাংলাদেশ রাবার বোর্ড । আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল  নির্দেশনাবলী/নিয়মাবলী তথ্য উত্স প্রয়োগ করতে পারেন। আপনি যদি নিজেকে সঠিক প্রার্থী মনে করেন তবে বাংলাদেশ রাবার বোর্ড অংশ হতে যত তাড়াতাড়ি সম্ভব দেরি করবেন না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন আমরা নিম্নে আপনাকে বিস্তারিত দেখাব।

Bangladesh Rubber Board Job Circular 2022

প্রতিষ্ঠানের নামBangladesh Rubber Board (BRB)
প্রতিষ্ঠানের ধরনসরকারি
চাকরির ধরণফুল টাইম
চাকরির স্থানচট্টগ্রাম
পোষ্ট১৫টি
মোট শূন্যপদ১৫টি
আবেদনের মাধ্যমঅনলাইনে

BRB Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)

১।পদের নামঃ সহকারি পরিচালক (প্রশিক্ষণ)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

২।পদের নামঃ সহকারি পরিচালক (সেবা)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

৩।পদের নামঃ সহকারি পরিচালক (এমআইএস/ আই টি)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

৪।পদের নামঃ সহকারি পরিচালক (আইন/ বোর্ড)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

৫।পদের নামঃ সহকারি পরিচালক (প্লান্টেশন এন্ড প্রোডাকশন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

৬।পদের নামঃ সহকারি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬/- টাকা।.

৭।পদের নামঃ সহকারী পরিচালক (প্রশাসন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

৮।পদের নামঃ সহকারি পরিচালক (মার্কেট প্রমোশন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

৯।পদের নামঃ সহকারি পরিচালক (হিসাব)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

১০।পদের নামঃ সহকারি পরিচালক (নিরীক্ষা)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

১১।পদের নামঃ সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

১২।পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (ক্লোন ডেভেলপমেন্ট এন্ড ক্রপ্ট ইমপ্রুভমেন্ট)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

১৩।পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (প্যাথলজি এন্ড পেস্ট প্রটেকশন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

১৪।পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (সয়েল সাইন্স এন্ড এগ্রোনোমি)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।.

১৫।পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রডাক্ট ইউটিলাইজেশন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

BRB Job Age Limit (বয়সসীমা)

প্রার্থীর বয়স এ বছরের ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

How to Apply BRB Job Online (আবেদন পদ্ধতি)

১. উপরে দেওয়া বাটনে Click করুন।

২. Click করুন “Application Form” এ।

৩. পছন্দের পদটি Select করুন। এবার “Next” এ Click করুন।

৪. “No” রেডিও বাটন Select করে পুনরায় “Next” এ Click করুন।

৫. বাংলাদেশ রাবার বোর্ড এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।

মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB।

BRB Job Application Fees (আবেদন মূল্য): নবম গ্রেডে এসব পদে আবেদন ফি ৫৫৬ টাকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

নিম্নোক্ত নিয়মে দুটি SMS করে আবেদন ফি জমা দিতে হবে। TeleTalk SIM ব্যবহার করে কিভাবে আবেদন ফি দিতে হয় তা নিচে দেখানো হলো।

  • প্রথম SMS: RUBBERBOARD <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
  • দ্বিতীয় SMS: RUBBERBOARD <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।

হেল্পলাইন/যোগাযোগ

TeleTalk mobile নম্বর হতে 121 নম্বরে কল করুন যদি অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হয়। অথবা [email protected] এ মেইল করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট: www.rubberboard.gov.bd

BRB Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে৬.৪.২০২২
আবেদন শুরু১০.৪.২০২২
আবেদন শেষ১০.৫.২০২২
বিজ্ঞপ্তির পিডিএফডাউনলোড করুন
এপ্লাই করতে এখানেক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন

বাংলাদেশ রাবার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আরোও পড়ুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষার তারিখ ২০২২

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি নিয়োগ ২০২২

জনতা ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির নিয়োগ ২০২২

কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রাবার বোর্ড নিয়োগ ২০২২

Rate this post