(BSMRAU Job Circular 2022) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত কর্মচারী পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে ( bsmrau.teletalk.com.bd ওয়েবসাইটে ) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে । অনলাইন ( online ) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
BSMRAU Job Circular 2022
প্রতিষ্ঠানের নাম | Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University (BSMRAU) |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির স্থান | ঢাকা গাজীপুর |
পোষ্ট | ১৫টি |
মোট শূন্যপদ | ১৬টি |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
BSMRAU Jobs Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
- ১. পদের নাম: উপপরিচালক
বিভাগ: পরিচালকের (অর্থ ও হিসাব) কার্যালয়
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা - ২. পদের নাম: উপলাইব্রেরিয়ান
বিভাগ: গ্রন্থাগার শাখা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা - ৩. পদের নাম: উপরেজিস্ট্রার
বিভাগ: ডিন কার্যালয় (কৃষি অনুষদ)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
- ৪. পদের নাম: উপপরীক্ষা নিয়ন্ত্রক
বিভাগ: পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা - ৫. পদের নাম: উপপরিচালক
বিভাগ: শারীরিক শিক্ষা শাখা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা - ৬. পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
বিভাগ: আইসিটি সেল
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
- ৭. পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার/ডেটাবেইস প্রোগ্রামার
বিভাগ: আইসিটি সেল
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা - ৮. পদের নাম: নির্বাহী প্রকৌশলী
বিভাগ: প্রকৌশল শাখা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
- ৯. পদের নাম: সহকারী রেজিস্ট্রার
বিভাগ: ডিন কার্যালয় (ভিএমএএস অনুষদ)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা - ১০. পদের নাম: সহকারী পরিচালক
বিভাগ: শারীরিক শিক্ষা শাখা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা
- ১১. পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অফিসার
বিভাগ: কেন্দ্রীয় ল্যাবরেটরি
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা - ১২. পদের নাম: সহকারী প্রোগ্রামার
বিভাগ: গ্রন্থাগার শাখা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
- ১৩. পদের নাম: সেকশন অফিসার
বিভাগ ও পদসংখ্যা: ভিসির কার্যালয় (১), গবেষণা উইং (১) ও আইকিউএসি (১)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ - ১৪. পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
বিভাগ: প্রকৌশল শাখা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা - ১৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
বিভাগ: প্রকৌশল শাখা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
BSMRAU Job Age Limit (বয়সসীমা)
৩০ থেকে ৩২ বছর।
How to Apply BSMRAU Job (আবেদন পদ্ধতি)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে প্রতি পদের জন্য ছয় সেট আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। খামের ওপর পদের নাম ও প্রেরকের ঠিকানা উল্লেখ করতে হবে। নিয়োগ, বয়সসীমা, যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়া এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে
- সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র
- প্রথম শ্রেণির কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ
- ইউপি চেয়ারম্যান/সিটি করপোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ
- জাতীয় পরিচয়পত্র
- সরকারি/স্বায়ত্তশাসিত/সরকার স্বীকৃত প্রতিষ্ঠান, যেমন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পরিষদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) ইত্যাদি থেকে প্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদ
- অভিজ্ঞতাসংক্রান্ত সনদ (যদি থাকে) তবে প্রতিটি পদের নিয়োগপত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রদত্ত ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদির সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে A4 সাইজের কাগজে সংযোজন করতে হবে।
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি (সত্যায়ন ছাড়া) মূল আবেদনপত্রের ওপরে (ডান দিকে) সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ছবির পেছনে প্রার্থীর নাম ও পদের নাম অবশ্যই লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬।
BSMRAU Job Application Fees (আবেদন ফি)
প্রার্থীকে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর শাখায় জমা দিয়ে আবেদনপত্রে রসিদ সংযুক্ত করতে হবে।
যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি PDF Copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম SMS : BSMRAU <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BSMRAU ABCDEF
Reply: Applicant’s name, TK 560/- Will be charged as an application fee. Your PIN is xxxxxx
দ্বিতীয় SMS: BSMRAU <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BSMRAU Yes xxxxxx
Reply: congratulations applicants name, payment completed successfully for BSMRAU application for Post xxxxxxxxx user ID is (ABCDEF) and Password (xxxxxxxxxxxx)
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন।এ Password টি Admit Card (প্রবেশপত্র) Download এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।Admit Card (প্রবেশপত্র) Download এর তারিখ পরবর্তীতে SMS মাধ্যমে জানানো হবে।
(ছ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bsmrau.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা বিশ্ববিদ্যালয়ের Website http://bsmrau.edu.bd: এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীকে) যথা সময়ে জানানো হবে।Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা SMS করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(জ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়েও অবশ্যই প্রদর্শন করবেন।
(ঝ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User Id জানা থাকলে:
BSMRAU <space> Help <space> User <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BSMRAU Help User ABCDEF & Send 16222
PIN Number জানা থাকলে:
BSMRAU <space> Help <space> PIN <space> PIN NO লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BSMRAU Help PIN 12345678 & Send 16222
প্রার্থীর যোগ্যতা যাচাই:
(ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে যে কোন পর্যায়ে যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
(খ) প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রতিটি একটি করে ফটোকপি (ন্যূনপক্ষে নবম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবেঃ
১।Online -এ পূরণকৃত আবেদনপত্র কপি (Applicant’s Copy) এবং প্রবেশপত্রের কপি।
২।সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
৩।সকল শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র
৪।কম্পিউটার প্রশিক্ষণ চাওয়া হয়েছে এমন পদের ক্ষেত্রে অনুমোদিত সরকারী প্রতিষ্ঠান যেমন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), যুব উন্নয়ন অধিদপ্তর জেলা পরিষদ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান হতে প্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদ।
৫।নুন্যপক্ষে ৯ম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চাকরির চারিত্রিক সনদপত্র।
৬। ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
৭। জাতীয় পরিচয় পত্র/ ডিজিটাল জন্ম সনদ।
৮। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি রত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
৯। অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্র (যদি থাকে) এবং অভিজ্ঞতায় উল্লেখিত প্রতিটি পদের নিয়োগ পত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। উল্লেখ্য যে, ”অভিজ্ঞতা” বলতে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় বা সমপর্যায়ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অথবা কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান স্থায়ী পদে চাকরি কাল কে বুঝাবে।
১০। প্রযোজ্য ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন কোটা অনুসরণ করা হবে বিধায় কোটার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র।
১১। বিদেশী বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠিত হতে অর্জিত ডিগ্রিধারীদের শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকে (Equivalent certificate)
উল্লেখ্য যে, কোভিট ১৯ পরিস্থিতি বিবেচনায় সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৫/০৩/২০২০ তারিখে যাদের বয়স 30 বছরের মধ্যে ছিল তারা বিজ্ঞাপিত পদসমূহে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা অনাধিক ৩২ বছর (২৫/০৩/২০২০ তারিখে )
যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয় কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতি বদ্ধ হন কিংবা কোনও ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
যেকোনো রকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
নিয়োগপ্রাপ্তদের বাসা প্রাপ্তি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসবাস করতে হবে।
এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
৩।Onlin-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে কল করা যাবে। এছাড়া, Vas.query@teletalk.com.bd অথবা registrar@bsmrau.edu.bd অথবা alljobs.quary@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইল এর Subject এ organization name ‘BSMRAU; Post name *****, Applicant’s User ID ও Contuct Number অবশ্যই উল্লেখ করতে হবে।
BSMRAU Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ১০.২.২০২১ |
আবেদন শুরু | ১০.২.২০২১ |
আবেদন শেষ | ৮.৩.২০২২ |
BSMRAU Job Apply Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice PDF | Download Now |
Official Website | Click Here |
আরোও পড়ুন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি নিয়োগ ২০২২
জনতা ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির নিয়োগ ২০২১
কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন?
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম