কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | CBHC Job Circular 2022
(CBHC Job Circular 2022) সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলোয় ৫ পদে ৮০৮ জন নিয়োগ দেওয়া হবে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের (সিসিএইচএসটি) অধীন বাস্তবায়নাধীন কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের মেয়াদকাল পর্যন্ত এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
CBHC Job Circular 2022
প্রতিষ্ঠানের নাম | Community Clinic (CBHC) |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির ধরণ | ফুল টাইম |
চাকরির স্থান | বাংলাদেশের যে কোন স্থান |
পোষ্ট | ৫টি |
মোট শূন্যপদ | ৮০৮টি |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
Community Clinic Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
০১. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদের সংখ্যা: ০২ টি
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ।
অভিজ্ঞতা: ০২ বৎসর।
বয়স: ১৮-৩০ বছর।
০৪. পদের নাম: গাড়ি চালক
শূন্যপদের সংখ্যা: ০৫ টি
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।
অভিজ্ঞতা: ০৩ বৎসর।
বয়স: ১৮-৩০ বছর।
০৫. পদের নাম: অফিস সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০৩ টি
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।
বয়স: ১৮-৩০ বছর।
CBHC Job Age Limit (বয়সসীমা)
১৮-৩০ বছর। *** স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, বয়স গণনার তারিখ হলো ১০ এপ্রিল ২০২২
How to Apply CBHC Job Online (আবেদন পদ্ধতি)
- cbhc.teletalk.com.bd লিঙ্ক Visit করুন।
- Application Form অপশনে Click করুন।
- sastho o poribar kollan montronaloy job circular 2022 এ উল্লিখিত ০৫ টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে একটি Select করে Next এ Click করতে হবে।
- No সিলেক্ট Next এ Click করুন।
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আবেদন ফরম পেয়ে যাবেন। এটি নির্ভুল ও সত্য তথ্য দিয়ে পূরণ করে Submit করুন।
CBHC Job Application Fees (আবেদন মূল্য):০২ (দুই) টি SMS করে আবেদন ফি ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ৫৬০/- টাকা অনাধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
১ম SMS: CBHC <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহারন: CBHC ACBDFE
২য় SMS: CBHC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহারন: CBHC YES 87654321
CBHC Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ৫.৪.২০২২ |
আবেদন শুরু | ১০.৪.২০২২ |
আবেদন শেষ | ৯.৫.২০২২ |
CBHC Job Apply Link (প্রয়োজনীয় লিঙ্ক)
বিজ্ঞপ্তির পিডিএফ | ডাউনলোড করুন |
এপ্লাই করতে এখানে | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আরোও পড়ুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষার তারিখ ২০২২
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি নিয়োগ ২০২২
জনতা ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির নিয়োগ ২০২২
কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২