(চঞ্চল চৌধুরী জীবনী |Chanchal Chowdhury Biography) চঞ্চল চৌধুরী একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা। বাংলাদেশে এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর হবে যে তাকে চিনবে না। তিনি টেলিভিশন এবং চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই অভিনয় করেন। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের যাত্রা শুরু করলেও এখন ছোট-বড় পর্দায় সমান জনপ্রিয় তিনি। তার অভিনীত প্রথম ছবি রূপকথার গল্প।
মনপুরা চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং সিনেমাটি দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বক্স অফিসে সুপার হিট হয়। তিনি বেশ কয়েকটি মেগা সিরিজও অভিনয় করেছেন। চঞ্চল গান গাইতে ভালোবাসেন এবং ভূপেন হাজারিকা ও হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনেন। এই প্রবন্ধে আমরা চঞ্চল চৌধুরীর জীবনী তুলে ধরছি।
চঞ্চল চৌধুরী জীবনী | Chanchal Chowdhury Biography
বিষয় তালিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারদর্শী। তিনি কোডা, সোডা ও ইউডা কলেজের চারুকলার প্রভাষকও। চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে।
Chanchal Chowdhury Biography
সম্পূর্ণ নাম
সুচিন্তা চৌধুরী চঞ্চল
ডাক নাম
চঞ্চল চৌধুরী
বয়স (Age)
৪৭ বছর
জন্ম তারিখ
১ জুন ১৯৭৪
জন্মভূমি
কামারহাট, পাবনা, বাংলাদেশ
স্থায়ী ঠিকানা
কামারহাট, পাবনা, বাংলাদেশ
জাতীয়তা
বাংলাদেশী
লিঙ্গ
পুরুষ
ধর্ম
হিন্দু
পেশা
থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা এবং সোডা-কোডা-উডা-তে চারুকলার প্রাক্তন প্রভাষক
২০০৪ সালে ফজলুর রহমান বাবু (অভিনেতা) চৌধুরীকে গিয়াস উদ্দিন সেলিম ও মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। চৌধুরী তখন টেলিভিশন নাটকে বেশি করে কাজ শুরু করেন। তার প্রাথমিক কাজ হল গিয়াস উদ্দিন সেলিমের সাথে শুরজের হাসি, তালপাতার শেপাই, নিখোজ শোগবাদ, এবং একটি টিভি বিজ্ঞাপন, মোস্তফা সরয়ার ফারুকীর সাথে মা। এই মুহুর্তে, চঞ্চলের জীবন সাফল্যের দিকে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে কারণ বাণিজ্যিকটি তাকে ব্যাপক জনপ্রিয়তা দেয়।
চঞ্চল চৌধুরী নেট ওয়ার্থ ( Net Worth )
আয়ের উৎস
অভিনয়, সোডা-কোডা-উওডায় চারুকলার প্রাক্তন প্রভাষক
বেতন
জানা নেই
নেট ওয়ার্থ
মার্কিন ডলার ৫ মিলিয়ন
চঞ্চল চৌধুরী পছন্দ তালিকা (Favorite)
শখ
গাণ গাওয়া
প্রিয় খাবার
পিজা
প্রিয় জায়গা
জানা নেই
প্রিয় ব্যক্তি
ফজলুর রহমান বাবু
চঞ্চল চৌধুরী বিতর্ক (Controversy)
আজ মিডিয়ায় কাজ করা অন্যতম বড় নাম, চঞ্চল চৌধুরী তার মা দিবসের পোস্টের জন্য ধর্মীয় কট্টরপন্থীদের দ্বারা নিন্দা করেছিলেন
চঞ্চল চৌধুরী পুরস্কার (Awards)
পুরস্কার
বছর
মেরিল-প্রথম আলো পুরস্কার পাবলিক চয়েস সেরা অভিনেতা