দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরীক্ষার তারিখ ২০২২| DDM Exam Date 2022
(DDM Exam Date 2022) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাত ধরনের পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
DDM Exam Date 2022
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর (গ্রেড১৩), ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) (গ্রেড ১৫), সার্ভেয়ার (গ্রেড ১৬), গাড়িচালক (গ্রেড১৬), ডেসপাচ রাইডার (গ্রেড ১৮), অফিস সহায়ক (গ্রেড ২০) ও নিরাপত্তাপ্রহরী (গ্রেড ২০) পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।
Disaster Management Directorate Exam Date 2022
রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে এ–সংক্রান্ত খুদে বার্তা পাঠানো হয়েছে।
DDM Exam Notice 2022
তারিখ | ১১ ফেব্রুয়ারি ২০২২ |
সময় | সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে |
প্রতিষ্ঠানের নাম | Disaster Management Directorate |
Official Website | Click Here |
আরোও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ২০২২
জনতা ব্যাংক পরীক্ষার তারিখ ২০২২
সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার তারিখ ২০২২
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরীক্ষার তারিখ ২০২২
প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?
উত্তরঃ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম