Dhaka South City Corporation Job Circular 2022: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( DSCC ) রাজস্ব খাতভুক্ত ৩২টি শূন্য পদে ‘গাড়িচালক ভারী / Driver Heavy’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ বিকেল পাঁচটার মধ্যে আহ্বান করা হয়েছে।
Dhaka South City Corporation Job Circular 2022
বিষয় তালিকা
প্রতিষ্ঠানের নাম | Dhaka South City Corporation (DSCC) |
যোগ্যতা | অষ্টম শ্রেণি পাশ |
চাকরির স্থান | ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ( ডিএসসিসি ) |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ৩২টি |
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
DSCC Job Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
গাড়িচালক ভারী (Driver Heavy)
শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (Salary) – ৯,৩০০-২২,৪৯০ টাকা
শূন্যপদ (Vacancy) – ১টি
DSCC Job Age Limit (বয়সসীমা)
২০ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
Application fees (আবেদন মূল্য) – ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।
How to Apply DSCC Job (আবেদন পদ্ধতি)
- আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্মতারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি করপোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি; শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত ফটোকপি; সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নিজ ঠিকানা উল্লেখপূর্বক সরকার নির্ধারিত ডাকটিকিটসহ ফেরত খাম (সাইজ ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি) সংযুক্ত করে ডাকযোগে পাঠাতে হবে।
- dscc.teletalk.com.bd লিঙ্কটিতে ঢুকুন অথবা উপরের বাটনে ক্লিক করুন।
- “Current Circular” অপশনে ক্লিক করুন।
- “Apply Now” এ ক্লিক করুন।
- স্ক্রিনে প্রদর্শিত পদের লিস্ট হতে আপনার পছন্দের পদের নামের উপর ক্লিক করুন।
- এবার স্ক্রিনে প্রদর্শিত লেখা পড়ুন এবং নির্দেশনা মোতাবেক অগ্রসর হোন। আপনি নিজেই নিজের আবেদন সম্পন্ন করতে পারবেন।
হেল্পলাইন/যোগাযোগ
আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান পেতে নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। অবশ্যই শুধুমাত্র টেলিটক সিম থেকেই কল করতে হবে। আপনি চাইলে ই-মেইলের মাধ্যমেও সাহায্য নিতে পারেন। ই-মেইল ঠিকানা নিচে দেওয়া হয়েছে।
- নম্বর: 121
- ই-মেইল: [email protected]
- অফিসিয়াল ওয়েবসাইট: dscc.gov.bd
DSCC Job Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ৮.১২.২০২১ |
আবেদন শুরু | ১২.১২.২০২১ |
আবেদন শেষ | ৩১.১২.২০২১ |
DSCC Job Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice PDF | Download Here |
Official Website | Click Here |
প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?
উত্তরঃ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম