WhatsApp GroupJoin Now
Facebook GroupJoin Now

জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | JBC Job Circular 2022

(JBC Job Circular 2022) সরকারী মালিকাধীন বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

JBC Job Circular 2022

বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশন সংক্ষেপে জেবিসি নামে পরিচিত। বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কোম্পানি, যা ১৯৭৩ সালের ১৪ মে ইন্সুরেন্স অ্যাক্ট ১৯৩৮ ও ইন্সুরেন্স রুলস ১৯৫৮ এবং বাংলাদেশ কর্পোরেশন অ্যাক্ট ১৯৭৩ এর অধীন ১৫ লক্ষ ৭০ কোটি টাকার ঘাটতি দায় নিয়ে প্রতিষ্ঠিত হয়।

Jiban Bima Corporation Job Circular 2022

JBC Job Circular
প্রতিষ্ঠানের নামJiban Bima Corporation (JBC)
প্রতিষ্ঠানের ধরনসরকারি
চাকরির ধরণফুল টাইম
চাকরির স্থানঢাকা
পোষ্ট১টি
মোট শূন্যপদ৫৯
আবেদনের মাধ্যমঅনলাইনে

আরোও পড়ুন

আজকের চাকরির খবর ২০২২


JBC Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)

পদের নাম: সহকারী ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ৫৯ টি
গ্রেড: ০৯
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

আরোও পড়ুন

জেবিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

JBC Job Age Limit (বয়সসীমা)

জেবিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে প্রার্থীর বয়স সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো-

সাধারণ আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে ০১ এপ্রিল ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে পারবে এবং সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর রাখা হয়েছে।বয়স গণনা করা হবে SSC বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটে দেওয়া বয়স অনুযায়ী।

How to Apply JBC Job Online (আবেদন পদ্ধতি)

জীবন বিমা কর্পোশনের বিভিন্ন পদের বিপরীতে কিভাবে আবেদন করতে হবে তা নিচে ধাপে ধাপে দেখানো হলো।

  • প্রথমে এই লিঙ্ক http://jbc.teletalk.com.bd ভিজিট করুন।
  • “Current Circular” অপশনে ক্লিক করুন।
  • এবার “Apply Now” এ ক্লিক করুন।
  • স্ক্রিনে পদের নামের একটি লিস্ট দেখতে পাবেন। লিস্ট থেকে আপনি যে পদের বিপরীতে আবেদন করতে আগ্রহী উক্ত পদের নামের উপর ক্লিক করুন।
  • এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আবেদন ফরম পূরণ করুন।

JBC Job Application Fees (আবেদন মূল্য): অনলাইনে আবেদন পত্র (Application Form) নির্ভুল তথ্য দিয়ে পূরণ করে যথাযথ ভাবে সাবমিট করলে প্রার্থী একটি User ID সম্বলিত Applicant’s Copy পাবেন। উক্ত User ID ব্যবহার করে দুটি SMS এর মাধ্যমে আবেদন ফি বাবদ ৫৬০/- টাকা জমা দিতে হবে।

তবে মনে রাখা প্রয়োজন, আবেদন ফি জমা দিতে হবে Teletalk Pre-paid সিমের মাধ্যমে। এবং আবেদন পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যেই ফি পরিশোধ করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে।

  • প্রথম SMS: ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JBC <স্পেস> User ID লিখে SMS সেন্ড করুন 16222 নম্বরে।

উপর্যুক্ত নিয়মে প্রথম SMS পাঠলে একটি PIN নম্বর ফিরতি SMS এ পাবেন।

  • দ্বিতীয় SMS: ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে পুনরায় লিখুন JBC <স্পেস> Yes <স্পেস> PIN এবং SMS সেন্ড করুন 16222 নম্বরে।

পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রেখে দ্বিতীয় SMS টি উপর্যুক্ত নিয়মে সেন্ড করলে প্রার্থী একটি Password পাবেন। Password টি সংরক্ষণ করে রাখুন। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে এটি প্রয়োজন হবে।

হেল্পলাইন/যোগাযোগ

হেল্পলাইন নম্বর: 121 (Teletalk)

ই-মেইল: [email protected]

অফিসিয়াল ওয়েবসাইট: www.jbc.gov.bd

বিঃদ্রঃ অবশ্যই আবেদন করার পূর্বে জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 একবার পড়ে নিবেন।

JBC Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে২৭.৪.২০২২
আবেদন শুরু৮.৫.২০২২
আবেদন শেষ৩১.৫.২০২২
বিজ্ঞপ্তির পিডিএফডাউনলোড করুন
এপ্লাই করতে এখানেক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন

জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অতঃপর জীবন বীমা কর্পোরেশন সার্কুলার ২০২২, সম্পুর্ন  আর্টিকেল টি আপনার ভালো লেগে থাকলে কমেন্টে এ আপনার প্রশ্ন ও মতামত জানাতে পারেন। এবং আপনার পরিচিত কারো চাকরির প্রয়োজন হলে তাদের কাছে এই পোস্টটি শেয়ার করে দিবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পন্ন পোস্টটি পড়ার জন্য। আপনি চাইলে নিচে দেয়া চাকরির পোস্টগুলো লিংক আছে দেখতে পারেন।

আরোও পড়ুন

জীবন বীমা কর্পোরেশন নিয়োগ ২০২২

Rate this post