(Krishi Gobeshona Foundation Job Circular 2022) কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি উদ্যানতাত্ত্বিক শস্য বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে কৃষি গবেষণা ফাউন্ডেশনে পাঠাতে হবে।
Krishi Gobeshona Foundation Job Circular 2022
প্রতিষ্ঠানের নাম | Krishi Gobeshona Foundation (KGF) |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির স্থান | ঢাকা |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ১টি |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
KGF Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
- পদের সংখ্যা: সিনিয়র স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: কৃষিবিজ্ঞানের উদ্যানতত্ত্ব শাখায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১০টি পাবলিকেশন থাকতে হবে, এর মধ্যে ৫টিতে অবশ্যই প্রথম লেখক হিসেবে নাম থাকতে হবে।
অভিজ্ঞতা: জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কৃষিবিজ্ঞানের উদ্যানতত্ত্ব শাখার গবেষণায় কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; গবেষণা পরিকল্পনা প্রণয়ন, পরিচালনা, গবেষণার অগ্রাধিকার নির্ণয় ও গবেষণা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে; গবেষণা প্রকল্প তৈরি, বাস্তবায়ন, সমন্বয়, প্রকল্প পর্যবেক্ষণ ও মূল্যায়ন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে; ইংরেজি ও বাংলা ভাষায় রিপোর্ট তৈরি এবং যোগাযোগে পারদর্শী হতে হবে; উদ্যানতাত্ত্বিক ফসলের উন্নয়ন-সম্পর্কিত নীতি, অ্যাগ্রো বিজনেস, বায়োসেফটি ও ফসলের জাত অবমুক্তকরণ সম্পর্কে ধারণা থাকতে হবে; জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা ও সম্প্রসারণ সিস্টেম সম্পর্কে জানাশোনা থাকতে হবে; আইসিটি ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
KGF Job Age Limit (বয়সসীমা)
অনূর্ধ্ব ৬১ বছর
How to Apply KGF Job (আবেদন পদ্ধতি)
আগ্রহীদের কেজিএফের নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত পাঠাতে হবে। আবেদন ফরম কেজিএফের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সব সনদের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
চেয়ারম্যান, নিয়োগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এসআইসি বিল্ডিং, চতুর্থ তলার কক্ষ নম্বর ৪২১, বিএআরসি ক্যাম্পাস, ফার্মগেট, ঢাকা ১২১৫। KGF Job Application fees (আবেদন মূল্য)
KGF Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ৯.২.২০২২ |
আবেদন শুরু | ৯.২.২০২২ |
আবেদন শেষ | ২৪.২.২০২২ |
KGF Job Apply Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice PDF | Download Here |
Official Website | Click Here |
কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আরোও পড়ুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি নিয়োগ ২০২২
জনতা ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির নিয়োগ ২০২১
কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম