(Meri Stop Bangladesh Job Circular 2022) মেরী স্টোপস বাংলাদেশ বিগত ৩০ বছর ধরে বাংলাদেশে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। মেরী স্টোপস বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যা ৪টি মহাদেশের (এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা) ৩৭টি দেশে সেবা প্রদান করে আসছে। মেরী স্টোপস বাংলাদেশ এর অধীনে উল্লেখিত জেলায় অবস্থিত ক্লিনিকে নিমোক্ত পদের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক
Meri Stop Bangladesh Job Circular 2022
প্রতিষ্ঠানের নাম | Meri Stop Bangladesh |
প্রতিষ্ঠানের ধরন | বেসরকারি |
চাকরির স্থান | জয়পুরহাট |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ১টি |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
Meri Stop Bangladesh Jobs Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
পদের নাম: প্যারামেডিক – (মহিলা)
পদসংখ্যা (Vacancy): ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে মেডিকেল এ্যাসিসটেন্ট অথবা ২৪ মাস মেয়াদী প্যারামেডিক কোর্স পাশ হতে হবে।
- শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- স্বাস্থ্যসেবা প্রকল্পে ০৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
- প্রার্থীকে এমআর এবং পিএসি (MR Training & PAC Training) প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে।
- প্রজনন স্বাস্থ্যসেবা, সংক্রমন প্রতিরোধ ও পরিবার পরিকল্পনায় প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গন্য হবে।
- ক্লায়েন্টদের প্রতি যতœবান এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: জয়পুরহাট
বেতন(Salary): আলোচনা সাপেক্ষে
salary: 25000
Meri Stop Bangladesh Job Age Limit (বয়সসীমা)
সার্কুলার পিডিফ এ দেখুন
How to Apply Meri Stop Bangladesh Job (আবেদন পদ্ধতি)
আগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।
আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
মেরী স্টোপস বাংলাদেশ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।মেরী স্টোপস বাংলাদেশ কর্মক্ষেত্রে সুষ্ঠু ও সহায়ক কর্ম পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।যে কোন ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
আগ্রহী প্রার্থীদেরকে দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, দুইজন পরিচয়দানকারীর (অনাত্মীয়) নাম, ঠিকানাসহ [যার একজনকে অবশ্যই পূর্বের/বর্তমান কর্মস্থলের হতে হবে] পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অথবা মেরী স্টোপস বাংলাদেশ এর নির্ধারিত CV ফরমে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কাগজপত্রসহ আগামী ৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যে মহা-ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, মেরী স্টোপস বাংলাদেশ, বাড়ী # ৬/২, ব্লক # এফ, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা – ১২০৭ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।
Meri Stop Bangladesh Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৪.১.২০২২ |
আবেদন শুরু | ২৪.১.২০২২ |
আবেদন শেষ | ৫.২.২০২২ |
Meri Stop Bangladesh Job Apply Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice PDF | Download Now |
Official Website | Click Here |
আরোও পড়ুন
আইন ও সালিশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সোনারগাঁও হোটেলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির নিয়োগ ২০২২
প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন?
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম