খাদ্য মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ২০২২ | MOFood Exam Date 2022

(MOFood Exam Date 2022) খাদ্য মন্ত্রণালয়ের ১৩, ১৬ ও ২০তম গ্রেডের কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে।

MOFood Exam Date 2022

সম্প্রতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব পদের পরীক্ষাই সরকারি তিতুমীর কলেজ, বীর উত্তর এ কে খন্দকার রোড, মহাখালীতে অনুষ্ঠিত হবে।

Ministry of Food Exam Date 2022

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিমধ্যে টেলিটকের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের জন্য আবেদনকারীদের কাছে এসএমএস পাঠানো হয়েছে। যদি কোনো প্রার্থী এসএমএস না পেয়ে থাকেন বা এসএমএসে দেওয়া লিংক থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে সমস্যা হয়, তাহলে টেলিটকের যেকোনো নম্বর থেকে ১২১–এ কল করে অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করে সহায়তা নিতে পারেন।

MOFOOD Exam Notice 2022

তারিখ ২৫ ফেব্রুয়ারি
সময়সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত
প্রতিষ্ঠানের নামMinistry of Food (MoFOOD)
Official WebsiteClick Here

খাদ্য মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ২০২২

আরোও পড়ুন

তিতাস গ্যাস পরীক্ষার তারিখ ২০২২ 

জনতা ব্যাংক পরীক্ষার তারিখ ২০২২

সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার তারিখ ২০২২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরীক্ষার তারিখ ২০২২

প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?

উত্তরঃ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম
Rate this post