(One Bank Student Loan) স্টুডেন্ট লোনের লক্ষ্য যোগ্য শিক্ষার্থীদের দেশে এবং বিদেশে উচ্চতর পেশাগত বা কারিগরি শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। আপনি আপনার বিদেশী শিক্ষা শুরু করার সাথে সাথে, One Bank আমরা আমাদের স্টুডেন্ট লোনের মাধ্যমে আপনার আকাঙ্খা পূরণ করতে সাহায্য করতে পেরে আনন্দিত হব। আমরা বুঝি যে বিদেশে অধ্যয়ন করা শুধু প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন নয়, বরং প্রতিটি অভিভাবকের আকাঙ্খা এবং আমাদের সমাধান আপনাকে বাস্তবে পরিণত করতে সহায়তা করবে। আমাদের প্রচেষ্টা আমাদের জাতির ভবিষ্যত শিক্ষা ও সমৃদ্ধিতে সহায়তা করে।
One Bank Student Loan
Student loan কি?
শিক্ষার্থীকে কর্মজীবনকে সমৃদ্ধ ও উন্নত করে গড়ে তোলার জন্য গতানুগতিক ডিগ্রীর পাশাপাশি উন্নত ও উচ্চ পর্যায়ে বিভিন্ন ডিগ্রী অর্জন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আগ্রহী শিক্ষার্থীর শিক্ষার সুযোগ করে দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে যে ঋণ দেওয়া হয় তাই স্টুডেন্ট লোন (student Loan)/শিক্ষা ঋণ নামে পরিচিত। যদিও স্টুডেন্ট লোন দেশী এবং বিদেশী সকল ধরনের উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋনের সুবিধা দিয়ে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে উচ্চশিক্ষার তাগিদে বিদেশগামী শিক্ষার্থীরা এই ঋণ নিয়ে থাকে।
এক্ষেত্রে শিক্ষার্থীদের পরিবার বিদেশে উচ্চশিক্ষার জন্য খরচ যোগাতে সক্ষম থাকলেও পরিবারগুলো তাদের ব্যক্তিগত ব্যাংক একাউন্টগুলোতে নির্দিষ্ট অংকের নগদ অর্থের পর্যাপ্ত ভারসাম্য দেখাতে পারেন না। ফলে অনেক ভালো শিক্ষার্থীর বিদেশী শিক্ষার স্বপ্ন পূরনের ইচ্ছা অপূর্ণ থেকে যায়। এরই সুবাদে স্টুডেন্ট লোন বিদেশগামী উচ্চশিক্ষার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম সুবিধা।
One Bank Student Loan Features:
ঋণের পরিমাণ ৫০,০০০/- থেকে ২০,০০,০০০/-
ঋণের মেয়াদ ৬০ মাস পর্যন্ত
সুদের হার ৯.০০%
ন্যূনতম ডকুমেন্টেশন
One Bank Student Loan Eligibility:
২১ থেকে ৬৫ বছর বা অবসরের বয়স যেটি লোন ম্যাচিউরিটির আগে যেটি হয় সেই ছাত্রদের ক্রেডিট পাওয়ার যোগ্য বাংলাদেশি বাবা-মা/অভিভাবক
One Bank Student Loan Professional Experience:
ন্যূনতম ১ বছরের মোট অভিজ্ঞতা সহ নিয়মিত/স্থায়ী কর্মচারী এবং বর্তমান নিয়োগকর্তার সাথে ন্যূনতম ৬ মাসের
ব্যবসায়িক ব্যক্তি: ন্যূনতম ২ বছরের ব্যবসা প্রতিষ্ঠান
পেশাদার: সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ২ বছরের অনুশীলন
ন্যূনতম মোট মাসিক আয়:
বেতনভোগী: ২৫,০০০/-
পেশাদার/বাড়ির মালিক/মহিলা/ব্যবসায়িক ব্যক্তি: ৫০,০০০/-
ওয়ান ব্যাংক স্টুডেন্ট লোন
Which Bank give student loan in Bangladesh
- এইচএসবিসি ব্যাংক
- ব্র্যাক ব্যাংক
- প্রাইম ব্যাংক
- ইসলামী ব্যাংক লিমিটেড
- উত্তরা ব্যাংক
- গ্রামীন ব্যাংক
One Bank Limited Student Loan
ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। এটি বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে আমানত নেওয়া এবং উচ্চ মার্জিনে বিভিন্ন খাতে তহবিল ধার দেওয়ার ব্যবসার মধ্যে রয়েছে।
ঠিকানাঃ | এইচআরসি ভবন, 46 , কাওরান বাজার সি/এ, ঢাকা- 1215 , বাংলাদেশ |
ফোনঃ | (+88 02) 55012505 |
ফ্যাক্সঃ | (+88 02) 55012516 |
ই-মেইলঃ | [email protected] |
অফিসিয়াল ওয়েবসাইট | onebank.com.bd |
One Bank Student Loan Customer Care
For Local Callers: | 16269 or 09666716269 |
For Overseas Callers: | +880 9666716269 |
Personal Loan, Home Loan, Business Loan, Education Loan, Student Loan, Credit Card, Bike Insurance Car Insurance, and finance সম্পর্কে জানতে ক্যারিয়ার বাংলা.নেট এ নিয়মিত ভিজট করুন।
Education Loan দিচ্ছে এমন কয়েকটি প্রতিষ্ঠান:
দেশের অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানেরখাতসমূহকে সন্কুচিত করে দিলেও বিশেষ সেবা প্রদান কর্মসূচির আওতায় দেশেরবেশ কয়েকটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান student loans থাকে৷ এর প্রধানউদ্দেশ্য, উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও যেন উচ্চশিক্ষা গ্রহণেরসুযোগ পায়৷
কিছু কিছু ব্যাংক একে Career Loan বলে আবার কিছু ব্যাংক একেসরাসরি স্টুডেন্ট লোন বা Education Loan নামে অভিহিত করে৷ সাধারণত অভিভাবক অথবাসরাসরি শিক্ষার্থীদেরও এ ধরনের ঋণ দেওয়া হয়৷ তবে এ ক্ষেত্রে অভিভাবক অথবা শিক্ষার্থীদের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কিছু শর্ত মেনে ঋণ নিতেহয়৷
আরোও পড়ুন
ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩