(Rangpur Vat Job Circular 2022) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে সম্প্রতি ৬ টি পদে মোট ৯৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
Rangpur Vat Job Circular 2022
প্রতিষ্ঠানের নাম | Customs, Excise and VAT Commissionerate (Rangpur) |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির ধরণ | ফুল টাইম |
চাকরির স্থান | রংপুর |
পোষ্ট | ৬টি |
মোট শূন্যপদ | ৯৬টি |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
Rangpur Vat Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
১।পদের নামঃ উচ্চমান সহকারি
পদ সংখ্যাঃ ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২।পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের হতে হবে।
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।.
৩।পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।.
৪।পদের নামঃ গাড়ী চালক
পদ সংখ্যাঃ ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ তিন বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।.
৫।পদের নামঃ সেপাই
পদ সংখ্যাঃ ৭৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক / সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতায় পুরুষ ৫’-৪” এবং মহিলা ৫’-২”, বুকের মাপ ৩০ ৩২” (উভয় ক্ষেত্রে)।
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০ টাকা।.
৬।পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
Rangpur Vat Job Age Limit (বয়সসীমা)
প্রার্থীর বয়স এ বছরের ৩১ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
How to Apply Rangpur Vat Job Online (আবেদন পদ্ধতি)
উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online আবেদনপত্র দাখিল এর সময় থেকে ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) সংক্রান্ত? ছবি (Photo) আপলোডঃ Online এ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্যগ্রন্থ) ৩০০×৩০০ pixel এর কম বা বেশি নয় (File Size 100 KB এর বেশি গ্রহণযোগ্য নয়) এবং অনধিক ০৩ (তিন) মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে।
উল্লেখ্য সাদাকালো ছবি গ্রহণযোগ্য হবে না Applicant’s Copy-তে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে স্বাক্ষর (Signature) আপলোডঃ Online এ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্যাসগ্রস্থ) ৩০০×৮০ pixel এর কম বা বেশি নয় (File Size 60 KB এর বেশি গ্রহণযোগ্য নয়) এরুপ মাপের স্বাক্ষর আপলোড করতে হবে। Applicant’s Copy-তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে।
Home Page এর (Photo & Signature Validator) Menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। (গ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন করার পূর্বেই পূরণকৃত সকলতথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এ কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানঃ অনলাইনে আবেদনপত্র (Application Form) যথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষনা Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।
উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে
Rangpur Vat Job Application Fees (আবেদন মূল্য): প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ১-৫ নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য ১০০/- (একশত) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা।
এবং ৬ নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
Rangpur Vat Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ৬.৪.২০২২ |
আবেদন শুরু | ১১.৪.২০২২ |
আবেদন শেষ | ১০.৫.২০২২ |
Rangpur Vat Job Apply Link (প্রয়োজনীয় লিঙ্ক)
বিজ্ঞপ্তির পিডিএফ | ডাউনলোড করুন |
এপ্লাই করতে এখানে | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
রংপুর কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আরোও পড়ুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষার তারিখ ২০২২
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি নিয়োগ ২০২২
জনতা ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির নিয়োগ ২০২২
কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২