তিতাস গ্যাস পরীক্ষার তারিখ ২০২২ | Titas Gas Exam Date 2022

(Titas Gas Exam Date 2022) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Titas Gas Exam Date 2022

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা আগামী ১০ মার্চ শুরু হবে, পরীক্ষা চলবে ২২ মার্চ পর্যন্ত। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৫। রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এই পরীক্ষা নেওয়া হবে।

Titas Gas Transmission and Distribution Company Limited Exam Date

মৌখিক পরীক্ষার সময় তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

Titas Gas Exam Notice 2022

পরীক্ষার্থীদের রোল নম্বর ও বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

তারিখ১০ মার্চ শুরু হবে, পরীক্ষা চলবে ২২ মার্চ পর্যন্ত
সময়বেলা ২ ঘটিকায়
প্রতিষ্ঠানের নামTitas Gas Transmission and Distribution Company Limited Exam Date
Official WebsiteClick Here

আরোও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ২০২২

জনতা ব্যাংক পরীক্ষার তারিখ ২০২২

সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার তারিখ ২০২২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরীক্ষার তারিখ ২০২২ 

প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?

উত্তরঃ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম
Rate this post